বিজয় দিবস নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম
জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড সংক্রান্ত রায়কে ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
তিনি বলেন, আসন্ন বিজয় দিবস নিয়েও কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “শেখ হাসিনাকে কেন্দ্র করে দেওয়া রায় নিয়ে দেশে কোনো অস্থিরতা তৈরি হয়নি। বিজয় দিবস সামনে, তবে কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা নেই।”
তিনি জানান, বিজয় দিবসের কর্মসূচিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। “আগের মতোই সব অনুষ্ঠান হবে, বরং আয়োজন আরও বিস্তৃত হবে। তবে গতবারের মতো এবারও প্যারেড অনুষ্ঠিত হবে না,” বলেন তিনি।
সাংবাদিককে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন,
“এ ঘটনা আমি প্রথমবার শুনলাম। বিষয়টি খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।
