ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০, এখনও নিখোঁজ ২১
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মধ্যাঞ্চলে অবস্থিত কিলাকাপ ও বাঞ্জারনেগারা শহরে ভয়াবহ ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে। এখনও অন্তত ২১ জনের খোঁজ পাওয়া যায়নি, ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
গত ১৩ নভেম্বর টানা বর্ষণের কারণে দুই শহরজুড়ে বড় ধরনের ভূমিধস হয়। ঘটনার পরপরই দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যসহ প্রায় ৭০০ জন উদ্ধারকর্মী ঘটনাস্থলে তৎপরতা শুরু করে।
এ পর্যন্ত কিলাকাপ থেকে ২০ জন এবং বাঞ্জারনেগারা এলাকা থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজদের বেশিরভাগ—১৮ জন—বাঞ্জারনেগারা শহরের বাসিন্দা।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, ভূমিধস দুই শহরের কয়েক ডজন বাড়িঘর ধ্বংস করে দিয়েছে। এখন পর্যন্ত আহত অবস্থায় মোট ৭ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া নিরাপত্তার কারণে বাঞ্জারনেগারা থেকে প্রায় ৯০০ এবং কিলাকাপ থেকে আরও ২০০ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি বলেন, “বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ সরাতে সময় লাগছে, আর প্রায়ই বৃষ্টি হওয়ায় নতুন ভূমিধসের আশঙ্কা রয়েছে। তবুও অন্তত আরও এক সপ্তাহ আমরা উদ্ধার কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছি।”
