শুধু দামি মুকুটই নয়, মিস ইউনিভার্স ফাতিমার পুরস্কার জানলে চমকে যাবেন!
বিশ্বসুন্দরী নির্বাচনের ৭৪তম আসর এবার অনুষ্ঠিত হলো থাইল্যান্ডের ব্যাংককে। সারা বিশ্বের ১২২ প্রতিযোগীকে পেছনে ফেলে শীর্ষ মুকুট অর্জন করেন মেক্সিকোর ২৬ বছরের ফাতিমা বশ। এর মাধ্যমে চতুর্থবারের মতো মিস ইউনিভার্স শিরোপা গেল মেক্সিকোর হাতে।
শুধু মর্যাদাপূর্ণ মুকুটই নয়—ফাতিমার পুরস্কারের পরিমাণ জেনে বিস্মিত হবেন অনেকেই। পাঁচ মিলিয়ন ডলারেরও বেশি দামের বিশেষ মুকুট ছাড়াও নতুন বিজয়ীর জন্য থাকছে এক বিশাল সুবিধা-প্যাকেজ।
যদিও মিস ইউনিভার্স অর্গানাইজেশন ২০২৫ সালের পুরস্কারের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি, তবে সংগঠনের ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়—গত বছরের চ্যাম্পিয়নের মতোই প্রায় সমমূল্যের সুবিধা দেওয়া হবে এবারও। এতে রয়েছে আর্থিক সহায়তা, ভ্রমণ খরচ, প্রকল্পভিত্তিক তহবিল এবং মাসিক পারিশ্রমিক।
ধারণা করা হচ্ছে, ফাতিমা পাবেন প্রায় ২,৫০,০০০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৭৭ লাখ টাকা) পুরস্কার হিসেবে। এর সঙ্গে রয়েছে মাসে প্রায় ৫০,০০০ ডলার সমপরিমাণ বেতন, যা শুধু তার কাজ ও দায়িত্বের জন্য বরাদ্দ।
এ ছাড়া আন্তর্জাতিক ভ্রমণ, ফ্যাশন ও সৌন্দর্যচর্চা বাবদ আলাদা বাজেট দেওয়া হবে, যা সম্পূর্ণ বহন করবে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।
বিজয়ীর মাথায় উঠেছে পাঁচ মিলিয়ন ডলারের বেশি মূল্যের যে মুকুট, তা বিশ্বের অন্যতম দামী ও শৈল্পিক মুকুট হিসেবেই পরিচিত।
মুকুটের বাইরেও ফাতিমার জন্য অপেক্ষা করছে বিলাসী কর্মজীবন। নিউইয়র্কে সম্পূর্ণ খরচবিহীন আবাসন, সৌন্দর্য বিশেষজ্ঞ দল, ব্যক্তিগত চালক, বিশ্বজুড়ে পাঁচতারকা হোটেলে থাকা–সবই থাকবে তার জন্য। পাশাপাশি বড় বড় ব্র্যান্ডের সঙ্গে এনডোর্সমেন্ট, আন্তর্জাতিক রেড কার্পেট, নানা গালা ইভেন্ট এবং দাতব্য সংস্থার সঙ্গে কাজ করার অসংখ্য সুযোগও যুক্ত হবে তার ক্যারিয়ারে।
সব মিলিয়ে বলা যায়—মিস ইউনিভার্স কেবল একটি খেতাব নয়; এটি বিজয়ীর সামনে উন্মোচিত করে বিলাসিতা, প্রভাব ও সুযোগে ভরা এক নতুন দিগন্ত।
