সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) সহযোগী প্রতিষ্ঠান সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সফরে রাষ্ট্রদূতকে স্বাগত জানান এমজিআইয়ের পরিচালক তানজিমা মোস্তফা ও ব্যারিস্টার তাসনিম মোস্তফা, পাশাপাশি এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব এক্সপোর্ট সামিরা রহমান। এ সময় প্রতিনিধি দলের অন্যান্য সদস্য এবং এমজিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সফরকালে রাষ্ট্রদূত মিলটির সয়াবিন প্রসেসিং ইউনিটের বিভিন্ন ধাপ পরিদর্শন করেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত সয়াবিন কীভাবে গ্রহণ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হয়—তা তিনি সরেজমিনে দেখেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, এ কার্যক্রম দুই দেশের কৃষিপণ্যভিত্তিক বাণিজ্য সহযোগিতাকে আরো এগিয়ে নিচ্ছে।

চলতি মাসের শুরুতে এমজিআইসহ দেশের তিনটি শীর্ষ সয়া ক্রাশিং প্রতিষ্ঠানের একটি কনসোর্টিয়াম এবং ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের (USSEC) মধ্যে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের ক্রয় প্রতিশ্রুতি সই হয়। সাম্প্রতিক এই পরিদর্শন সেই চুক্তির ধারাবাহিকতা ও বাস্তবায়ন অগ্রগতি পর্যবেক্ষণের অংশ হিসেবে আয়োজন করা হয়।

রাষ্ট্রদূতের সফর বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক জোরদারে এমজিআইয়ের ভূমিকা আরও স্পষ্ট করে তুলেছে। দেশের সর্ববৃহৎ সয়াবিন আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে এমজিআই প্রতিবছর প্রায় ১ মিলিয়ন টন সয়াবিন আমদানি করে থাকে, যা কৃষি সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য অবদান রাখছে।

এমজিআই ২০১০ সালে ‘মেঘনা সিডস ক্রাশিং মিলস লিমিটেড’ প্রতিষ্ঠার মাধ্যমে সয়া ক্রাশিং শিল্পে যাত্রা শুরু করে। পরবর্তীতে ‘সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস’ নামে আরেকটি প্ল্যান্ট স্থাপন করা হয়। বর্তমানে দুই কারখানার সম্মিলিত দৈনিক উৎপাদনক্ষমতা প্রায় ৭,৫০০ টন, যা দেশের সর্বোচ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *